নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অসুস্থ হয়ে কারাগারে দুলাল হোসেন (৬০) নামে এক
কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ মে) ভোরে নওগাঁ সদর হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দুলাল হোসেন সাপাহার উপজেলার
বাসিন্দা।
নওগাঁ জেল সুপার ফারুক আহম্মেদ বলেন, পারিবারিক ঝামেলায় স্ত্রী সাখেরা
বিবির দায়ের করা মামলায় দুলাল হোসেনের তিনমাসের সাজা হয়। গত মার্চ মাসের
১৫ তারিখের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন দুলাল হোসেন।
বৃহস্পতিবার(২৭মে) রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে
তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর কিছুপর তিনি বুকে প্রচন্ড
ব্যথা অনুভব করেন এবং ঘামছিলেন। এরপর তাকে ভোর ৪টার দিকে নওগাঁ সদর
হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোর ৪ টা ১৫মিনিটের দিকে হাসপাতালে ভর্তি
করার কিছু পরই তিনি মারা যান।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।