গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদককে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হুমায়ুন কবির হিমু পৌরসভার গিলারচালা (গড়গড়িয়া মাস্টারবাড়ি) এলাকার নুরুল হকের সন্তান। এঘটনায় তিনি শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জি.ডি) করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন যাবত একটি মহল ব্যবসা ও বিভিন্ন বিষয় নিয়ে আমি ও আমার পরিবারের ক্ষয়ক্ষতি করবে ও মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দায়ের করে আমাদেরকে হয়রানি করবে বলে হুমকি দিয়ে আসছে।
গত ২৫ মে বেলা ১১ টায় আমি বাড়ি যাবার পথে কয়েকজন লোক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমি ও আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বিভিন্নভাবে হয়রানি করবে বলে হুমকি দেয়। পরে আমি ২৬ মে শ্রীপুর মডেল থানায় সাধারণ ডায়েরি জিডি করি।
এরপর ২৭ মে রাত ১০ টায় আমি বাড়িতে যাবার পথে মেঘনা কারখানার সামনে অপরিচিত ১০ /১২ যুবক আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো’সহ হত্যার হুমকি দেয়।
আমি ও আমার পরিবারের লোকজন বর্তমানে খুবই দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাড়ি থেকে বের হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছিনা। এজন্য আমরা আইনের স্বরনাপন্ন হয়েছি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments
comments