ভ্রাম্যমাণ প্রতিনিধি, মোঃ আলেকচান তালুকদার
বরিশালের মুলাদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ (সোমবার) রাত ৯টার দিকে চরকালেখান ইউনিয়নের কায়েতমারা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় প্রবাসীর প্রবাসী কাওসার মুন্সির কাছ থাকা নগদ ২ লক্ষ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। অবস্থা গুরুতর হওয়ায় আহত কাওসার মুন্সীকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত কাওসার মুন্সীর স্ত্রী জানায়, গতবছর করোনার শুরুতে প্রবাস (কাতার) থেকে দেশে আসেন কাওসার মুন্সি। বাংলাদেশ থেকে বহিঃবিশ্বের বিমান চলাচল বন্ধ থাকায় আর প্রবাস যাওয়া হয়নি। পরবর্তীতে ধারদেনা করে নিজ বাড়িতে মুরগীর ফার্ম দিয়ে পরিবার চালনা করছিলেন। কাতারের সাথে বিশেষ ব্যবস্থায় বিমান চলাচল স্বাভাবিক থাকায় আবার ধারদেনা করে ১ লক্ষ টাকায় বিমানের টিকেট টিক করেন।
তিনি আরও জানান, আজ রাত ৯টায় প্রবাসী কাওসার মুন্সী ফার্মের মাহাজনের পাওনা ১ লক্ষ টাকা ও বিমানের টিকিটের জন্য ১ লক্ষ টাকা ঢাকায় বিকাশে পাঠানোর উদ্দেশ্যে বেপারীর হাট যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দেয়। পথিমধ্যে আয়নাল সিকদার বাড়ির সামনে গভীর অন্ধকারে স্থানে পোঁছালে পিছনে দিক থেকে মাথায় আঘাত করে আসিফ সিকদার (২০) ও তার সঙ্গে থাকা মোখলেস সিকদার (৫০), জিসান সিকদার (২৩), সিফাত সিকদার (২০) পিতাঃ দুলাল সিকদার, আলতাফ সিকদার (৫৫) ও আরাফাত (২০) এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে তার সঙ্গে থাকা নগদ ২ লক্ষ টাকা ও স্মার্ট মোবাইল ফোণ ছিনিয়ে নেয়। পরে মৃত ভেবে কাওসার মুন্সীকে স্থানীয় খালের পাশে ফেলে যায় চলে যায় দুর্বৃত্তরা।
পরে বেপারীর হাট ফেরত কয়েকজন স্থানীয় গোংরানির আওয়াজ শুনে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
Comments
comments