google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
নরসিংদীর মাধবদীতে ঘরোয়া বাজার সুপার শপে দুর্ধর্ষ চুরি
-
আপডেট টাইম :
শুক্রবার, ৪ জুন, ২০২১, ১২.৪৩ পূর্বাহ্ণ
-
২১১
জন দেখেছে
মোস্তাক আহমেদ নরসিংদী/
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানা এলাকার মাধবদী বাজার মাদ্রাসা মার্কেট সংলগ্ন ঘরোয়া বাজার সুপার শপে গত রাতে চুরির ঘটনা ঘটেছে।
ঘরোয়া বাজার সুপার শপের মালিক জানায় ২জুন ব্যবসা পরিচালনা করে রাত ১২টার সময় দোকান বন্ধ করে বাসায় চলে যাওয়ার পর সকালে এসে দোকান খুলে দেখতে পাই দোকানের ভিতরে মালামাল ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন আমার সন্দেহ হলে দোকান তল্লাশি করে জানতে পারি দোকানের উপরের টিনের চাল কেটে চোর ভিতরে প্রবেশ করে ক্যাশ কাউন্টারে থাকা নগদ ১৩ হাজার টাকা, একটি মোবাইল, দুধের ডিবি ও দামি কসমেটিক নিয়ে যায়। এমনকি দোকানে লাগানো সিসি ক্যামেরার ডিবিআর খুলে নিয়ে যায়। এ বিষয়ে মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন এর কর্মকর্তাদের জানানো হয়েছে। এখানে উল্লেখ থাকে যে বিগত সময়েও মাধবদী বাজারের বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটলেও মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ নেওয়া হয়নি।
Comments
comments
Please Share This Post in Your Social Media
এ ক্যাটাগরীর আরো সংবাদ