নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম
বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ সকাল ০৭:০০ ঘটিকায় ভিকটিম সবুজ মোল্লা (১৮), পিতা-বাদল মোল্লা, সাং-করিমপুর, থানা ও জেলা-নরসিংদী তার মামার বাড়ী নরসিংদী মডেল থানাধীন শালীধা হতে রওনা করে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার জন্য বেলা অনুমান ১১:০০ ঘটিকার দিকে নরসিংদী মডেল থানাধীন ব্রাম্মন্দী সাকিনস্থ নরসিংদী সরকারী কলেজের সামনে পাকা রাস্তার উপর পৌঁছতেই আসামী ১। মোঃ নাদিম মিয়া (১৯), পিতা-ফজল মিয়া, ২। মোঃ আরিফ মিয়া (২০), পিতা-শামছু মিয়া, উভয় সাং-সংগিতা, ৩। প্রান্ত চন্দ্র দাস (২০), পিতা-রতন চন্দ্র দাস, সাং-ভেলানগর, সর্ব থানা ও জেলা-নরসিংদী, ৪। মোঃ মামুন (২৫), পিতা-মোঃ জাহাঙ্গীর মিয়া, সাং-শ্রী রামপুর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী জোরপূর্বক ভিকটিম সবুজকে অপহরণ করে একটি অটো বাইকে তুলে তার পকেটে থাকা নগদ ৪,০০০ টাকা জোর পূর্বক নিয়ে নেয় এবং ভিকটিমের ব্যবহৃত মোবাইল হতে তার মামা আবু বক্কর এর মোবাইলে ফোন করে ৫,০০,০০০ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে। না দিতে পারলে ভিকটিমকে হত্যা করে গুম করে ফেলার হুমকি প্রদান করে। ঘটনাটি জানার সাথে সাথেই জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করে এবং মাত্র ২ ঘণ্টার মধ্যে শিবপুর মডেল থানাধীন ঘাগটিয়া সাকিনস্থ ঘাগটিয়া পুকুর পাড় হতে ভিকটিমকে উদ্ধার এবং আসামীদের গ্রেফতার করা হয়। আসামীদের অপহরণ কাজে ব্যবহৃত ১টি অটো বাইক, ১টি মোবাইল ফোন, তসরুপকৃত নগদ ৪,০০০ টাকাও উদ্ধার করা হয়। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা নং-০৮, তারিখ-০৩/০৬/২০২১খ্রিঃ, ধারা-৩৬৪/৩৮৫/৩৮৬/৩৪ দণ্ডবিধি রুজু করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারীদের বিরুদ্ধে মামলার ঘটনার সাথে জড়িত থাকার সু-নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ থাকায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলার তদন্ত কার্য সম্পাদন করে অভিযোগপত্র দাখিলের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। অপহরণের মাত্র দুই ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেফতার এবং মামলা রুজুর পর তদন্ত কার্য সম্পাদন করে অভিযোগপত্র দাখিল করায় ভিকটিম, তার পরিবার এবং সকলে সন্তুষ্টি প্রকাশ করেন