মোঃ সুমন ইসলাম ডোমার নীলফামারী প্রতিনিধি।
নীলফামারী জেলা ডোমার উপজেলায় পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন,প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্য নিয়ে নীলফামারীর ডোমারে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ র্এ উদ্বোধনী অনুষ্ঠানে ফিতাকেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
শনিবার (৫ই জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা কমান্ডের পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , সোহাগ সুখ পল্লী খামারের প্রোপাইটার নুরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর , মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উক্ত প্রদর্শনীতে হাস, মুরগি থেকে শুরু করে বিভিন্ন প্রকার পশু পাখি ও প্রাণিদের নিয়ে ২৯টি স্টলের আয়োজন করা হয়েছে।
দুপুর ২টায় অনুষ্ঠানের সভাপতি প্রদর্শনীর ২৯টি স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ট স্টল হিসাবে ১৫টি স্টলকে পুরস্কার স্বরুপ নগদ অর্থ ৩০ হাজার টাকা ও সনদ পত্র বিতরনের মাধ্যমে প্রদর্শনীর সমাপ্তি ঘোষনা করেন ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি সার্জন ডাঃ জাহরুল ইসলাম।