মোজাহিদুল-কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ ৫ জুন (শনিবার) সকাল ১১.০০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে একটি শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী ও উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম।০৫ই জুন থেকে ১৯শে জুন ২০২১ ইং পর্যন্ত এই ক্যাম্পেইন চলমান থাকবে।এসময়ে ৬মাস বয়সী শিশু হতে ৫ বছর বয়সী সকল শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃআসাদুজ্জামান জুয়েল সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।