লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে গুঠাইল সিনিয়র আলিম মাদরাসা ৪তলা ভবনের প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি’র পক্ষে ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেযারম্যান এড জামাল আব্দুন নাছের বাবুল।
এ সময় সহকারী কমিশনার(ভ’মি) রোকনুজ্জামান খান,চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সালাম,শহর যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান লাজু,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজির হোসেন,বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ,ম্যানেজিং কমিটির সভাপতি শাহিদুল হক,দাতা সদস্য তারা মিয়া সহ প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ৩কোটি ২০লাখ টাকা ব্যয়ে মাসুম কন্সট্রাকশন ভবনটি নির্মান করবে।