বুঝতে শিখেছি তব ভূবণে
খুঁজেছি অসাধ্যরে মনের কোণে।
দূর্গম পথে হোঁচট খেতে খেতে
লালিত স্বপ্নে আছি আজও মেতে।
অধরা ছাঁয়ার পিছু পিছু
দৌড়াতে হারিয়েছি অনেককিছু।
ললাটে জমেছে শিশিরের কণা
তাকিয়ে গগণে নির্বাক আপনমনা।
সহস্র আশার থলে নিয়ে কাঁধে
অবিরাম ছুটেছি দিনে ও রাতে।
নদী যেমন অবিরাম আছে প্রবাহিত
আশাময় জীবন তেমন খচিত।
ভাগ্যের দোহাই দিয়ে আর কতকাল
নির্মম বাস্তবতার বুনবো জাল।
দুঃখের পরে সুখের জয়গান
খুঁজছি উজার করে মনপ্রাণ।
লক্ষ্যের সমীকরণ এতো জটিল
মালিক ছাড়া কে করবে মিল।
আপদবিপদ আর যতো অন্তরায়
আবেগ,বিবেক তব ধৈর্য্য সামলায়।
অশ্রুশূন্য মনের ক্রন্দন
জমিয়ে ভরসায় করছি লালন।
মনোবেদনা আছে যার যার
মিলিয়ে দিয়েছে কবিতা সবার।
দুঃস্বপ্ন উপেক্ষা করে তবুও ছুটছি
পিছপা হইনি এখনও খুঁজছি।
নিরুপায় আছে যা-ই লিখন
হাত নেই কারোর করবে খন্ডন।
বিষাদেও তাই একটি চাওয়া
জীবন রাঙানোর পরম পাওয়া।
Comments
comments