নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামী
যশোর জেলা পুলিশের অভিভাবক জনাব প্রলয় কুমার জোয়াদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ে সঠিক নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে ও সর্বসাধারণকে করোনা সংক্রমণ হতে আরো বেশি সচেতন করতে জেলা পুলিশের প্রতিটা ইউনিট দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।কিন্তু গত কয়েক দিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যশোর জেলায় করোনা সংক্রমনের হার কিছুটা বৃদ্ধি পেয়েছে।
এরই প্রেক্ষিতে সোমবার ০৭ জুন ২০২১ সকাল ১০.০০ মিনিট জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম কোতয়ালী মডেল থানাধীন যে সকল এলাকায় করোনা সংক্রমণের হার বেশি সেই এলাকায় সর্বসাধারণের অবাদ চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারিতে রেখেছে। একই সাথে আরো বেশি সচেতনতা বৃদ্ধি ও জনসমাগম ঠেকাতে বিভিন্ন এলাকার চায়ের দোকান এবং শপিংমলে নিয়মিত পুলিশি টহল ও সচেতনতামূলক মাইকিং চালানো হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল বলেন, আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমি এবং আমাদের প্রতিটি ইউনিটের দায়িত্বরত কর্মকর্তাগণ কাজ করে যাচ্ছি। আমরা সংক্রমিত এলাকাটিতে অবাদ চলাচলে কিছুটা বিধি-নিষেধ এনেছি। এছাড়া সর্বসাধারণকে আরো বেশি স্বাস্থ্য সচেতন করতে নিয়মিত মাইকিং করে যাচ্ছি।
এই সংক্রমণ যেন প্রকট আকার ধারণ না করে সেজন্য আমরা প্রতিনিয়ত পাড়া-মহল্লার দোকান-পাট ও শপিংমলে তদারকি করে যাচ্ছি। মাস্ক ব্যবহারে সর্বসাধারণকে উদ্বুদ্ধকরণে প্রচারণা ও মাস্ক বিতরণ করে যাচ্ছি।তিনি আরো বলেন, আসুন আমরা সংক্রমণ হতে নিজে ও দেশকে রক্ষা করতে আরো বেশি সরকার ঘোষিত নির্দেশনাগুলো মেনে চলি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, কোতয়ালী মডেল থানা, জনাব আবু হেনা মিলন, পুলিশ পরিদর্শক(তদন্ত), কোতয়ালী মডেল থানা, জনাব শাহজাহান খান, পুলিশ পরিদর্শক সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।