নরসিংদী জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম
রবিবার ০৬ জুন ২০২১ নরসিংদী মডেল থানাধীন খাটেহারা এলাকায় নিউ পপুলার টিম্বার এন্ড স মিল নামক দোকানে অজ্ঞাত চোরেরা প্রায় ১,২৭,৫০০ টাকা মূল্যের কাঠ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে কাঠের মালিক জনাব পরেশ সূত্রধর নরসিংদী মডেল থানায় এসে অভিযোগ দায়ের করলে মামলা নম্বর ১৪(৬)২১ রুজু করা হয়।
পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে মামলাটি তদন্ত করে এবং মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িত আসামী ১) মোঃ হানিফ(৩৭) পিতা মৃত সুরুজ মিয়া সাং সাহেপ্রতাপ উত্তরপাড়া কে গ্রেপ্তার করে। আসামীর স্বীকারোক্তি মতে তদন্তকারী অফিসার এসআই নুর হোসেন বিকাল ০৭:৪৫ মিনিট অপর আসামী ২) আলাউদ্দিন (৬০) পিতামৃত মোহাম্মদ আলী গ্রাম সাহেপ্রতাপ উত্তর পাড়া থানা ও জেলা নরসিংদী কে গ্রেপ্তার করে এবং তার দখল হতে চুরি যাওয়া সমস্ত কাঠ উদ্ধার করে।
মামলা রুজুর মাত্র ৪ ঘণ্টার মধ্যে পুলিশ মামলার ঘটনায় জড়িত উভয় আসামী ও সমুদয় মালামাল উদ্ধার করায় মামলার বাদী জনাব পরেশ সুত্রধর সহ ব্যবসায়ী মহল সন্তোষ প্রকাশ করেন এবং জেলা পুলিশ-কে ধন্যবাদ জ্ঞাপন করেন।