লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর স্থানীয় পর্যায়ে প্রতিবন্ধীদের জন্য উপযোগী ওয়াশ ব্যবস্থাপনা সুযোগ ও সম্ভাবনা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সমতা প্রকল্প-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) এর আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ। অন্যানের মধ্য সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর জেলা সমন্বয়কারী তারজিনা খাতুন,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিব রহমান,সহকারী প্রকৌশলী কামরুজ্জামান, সিডিডির ডিআইটি রাশেদুল আজম রাসেল,ডিআইএফ আরিফুল ইসলাম আরিফ বক্তব্য রাখেন।
সমতা প্রকল্প-ওয়াল্ড ভিশন বাংলাদেশ প্রজেক্ট অফিসার জোবায়ের হোসেনের স ালনায় উম্মুক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব, তাদের বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন।
মতবিনিময় ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়নে জনসমাগম স্থানে সবার উপযোগী নিরাপদ পানি হাত ধোয়ার স্থান ও শৌচাগার নির্মাণে সমন্বিত উদ্যোগের গুরুত্ব ও প্রতিবন্ধী মানুষের সুযোগ ও সুবিধা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।