ক্রাইম রিপোর্টার
শিল্পাঞ্চল আশুলিয়ায় সরকারী নয়নজুলি খাল দখল করে অবৈধ ভাবে বাসাবাড়ি ও শিল্প কারখানা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সচেতন এলাকাবাসী, ৮ই জুন মঙ্গলবার সকাল ৯টায় আশুলিয়ার ঘোষবাগ পুকুর পাড় এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়, এবিষয়ে ঘোষবাগ এলাকার আক্তার হোসেন বলেন
আমান স্পিনিং মিলস,
লোসাকা গ্রুপ সহ কিছু লোক সরকারি নয়নজুলি খাল দখল করে অবৈধ ভাবে শিল্প কারখানা ও ঘর বাড়ি করে
জনদুর্ভোগ সৃষ্টি করে রেখেছে। যাহার কারণে একটু বৃষ্টি হলেই ঘোষবাগ,কুন্ডলবাগ, কান্দাইল সহ কয়েকটি গ্রামে পানিতে প্লাবিত হয়ে
জনদুর্ভোগ সৃষ্টি হয়।এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান
সৈয়দ আহমেদ মাস্টার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কিছু জমি ব্যক্তি মালিকানাধীন আছে, সাংবাদিক এর প্রশ্নের জবাবে এবিষয়ে তিনি বিস্তারিত তথ্য বলতে অপারকতা প্রকাশ করেছেন।