মোঃ সোহেল মিয়া, গাজীপুর থেকে
গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় তিতাস গ্যাসের দেড় কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী গাজীপুর মহানগরের তারগাছ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান যুথির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে এ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহনেওয়াজ, ব্যবস্থাপক নিপেন্দ্রনাথ বিশ্বাসসহ তিতাস গ্যাস এর কর্মকর্তাবৃন্দ। মোবাইল কোর্ট ৬টি বাড়িতে অবৈধ সংযোগ থাকায় মোট ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা এবং বকেয়া বিল বাবদ ৩ লক্ষ ৫০ হাজার টাকা আদায় করা হয়।তিতাসের এ ধরনের অবৈধ সংযোগের বিরুদ্ধে আগামীতে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় তিতাসের পক্ষ থেকে ।