অনলাইন ডেক্সঃ
জাতিসংঘের ৭৬তম অধিবেশনে সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ নির্বাচিত হয়েছেন। গত ৬ জুন নিউইয়র্কের অনুষ্ঠিত জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে তিনি নির্বাচিত হন।
প্রেসিডেন্ট নির্বাচনে মালদ্বীপের পক্ষে সদস্য রাষ্ট্রের চার-তৃতীয়াংশের সমর্থন ছিল। ভারতও দেশটিকে সমর্থন করেন। এদিকে মালদ্বীপের বিপক্ষে ভোট ৪৮ টি পড়ে এবং পক্ষে ১৪৩ টি ভোট পড়ে।
প্রথম বারের মতো মালদ্বীপ জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে তা নির্বাচিত হয়। পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শাহিদ দীর্ঘদিন যাবত কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর দক্ষ নেতৃত্বে দেশটি প্রথম বারে মতো এ পদ লাভ করে।
এদিকে ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এক বছর মেয়াদের এই দায়িত্ব সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।
মালদ্বীপ ১৯৬৫ সালের ২১ সেপ্টেম্বর স্বাধীনতা লাভের পরপরই জাতিসংঘে যোগদান করে এবং তখন থেকেই সক্রিয় সদস্য হিসাবে কাজ করে।