নওগাঁ প্রতিনিধি ঃ
নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সর্বাত্মক বিশেষ লকডাউন তুলে নিয়ে জেলাজুড়ে ১৬ জুন পর্যন্ত ১৫ দফা বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জেলা করোনা প্রতিরোধ কমিটির বৈঠকে নতুন বিধিনিষেধ আরোপের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।
জেলা প্রশাসক বলেন, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল ও বিপণীবিতান খোলা রাখা যাবে। তবে চায়ের স্টল বন্ধ থাকবে। হোটেল রেস্তোরা শুধু পার্সেলের মাধ্যমে খাবার সরবরাহ করতে পারবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না। অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করতে পারবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ভারত সীমান্তবর্তী সাপ্তাহিক হাটগুলো বন্ধ রাখা হয়েছে। চায়ের দোকানিদের জন্য সরকারিভাবে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।