নিউজ ডেক্সঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা মানব বন্ধন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, যুদ্ধের অর্জনকে বিতর্কিত করার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার সকালে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা পুরাতন বেবি ষ্টান্ডে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর জহিরুল ইসলাম বাদশা, আক্তার হোসেন ভূইয়া, মুক্তিযোদ্ধা সন্তান মো. শহিদুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম সবুজ (মাষ্টার)প্রমুখ। মানব বন্ধনে উপজেলা ১২টি ইউনিয়নের কমান্ডারসহ মুক্তিযোদ্ধা সন্তান ও মুক্তিযোদ্ধা পরিবার উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন ,মুক্তিযোদ্ধের চেতনা বিরোধী, বর্ণাঢ্য যুদ্ধের অর্জনকে বিতর্কিত করা , মুক্তিযোদ্ধাদের মাঝে বিরোধ সৃষ্টিকারী ও বিভিন্ন অপকৌশলে মুক্তিযোদ্ধাদের নিকট থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা আত্নসাতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়।