নিজস্ব প্রতিবেদক
র্যাব জানায় গতকাল, ৮ই জুন বুধবার রাত আনুমানিক, ৮:১৫ মিনিটে সময় এক গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকাস্থ ডিএমপি কদমতলী থানাধীন শনি আখড়ার রসসুই রেস্টুরেন্টে গেলে, সেখান থেকে দুজনের কাছে তল্লাশি করে নীল বেশ কয়েকটি প্যাকেটে ৪৮০০ পিস ইয়াবা পাওয়া যায়,
আটককৃতরা দুজনই মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আটককৃতরা হলেন,মোঃ হোসেন (৩১) পিতাঃ মৃত চাঁন মিয়া সাং রাজারকুল ভিলেইজার পাড়া থানা রামু,জেলা কক্সবাজার, আঁখি খানম(২৪) স্বামী মোঃ সিরাজুল ইসলাম সাং কান্চনপুর নাতিয়া পাড়া, থানা বাসাইল, জেলা টাংগাইল । বর্তমানে ঠিকানা ৬/৩ দেবেন্দ্রনাথ দাস লেন, থানা সূত্রাপুর, ঢাকা ।
বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র্যাব-৪,।
এ বিষয়ে কদমতলী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে ।
Comments
comments