মোঃ আলেকচান তালুকদার ভ্রাম্যমাণ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন জায়গায় জেলায়-উপজেলায় গ্রামগঞ্জে মাদক এখন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে
এখানে নিষেধ করার কেউ নেই দেখার কেউ নেই এই জেলায় শতকরা ৪০শতাংশ মানুষ মাদকের জড়িত রয়েছে
যেসব মাদকে জড়িয়ে রয়েছে যেমন হিরোইন ট্যাবলেট গাঁজা মদ ইত্যাদি আর এসব নিসাই যারা জড়িত রয়েছে এরা নানান জায়গায় নানান ঝামেলা করে বেড়াচ্ছে কেউ ছিনতাই চুরি কেউ ডাকাতি কেউ পকেটমার ইত্যাদি বিশেষ করে গোকর্ণ ঘাট তো যাওয়াই যাচ্ছেনা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর জ্বালাই এসব নেশাখোরদের জন্য এলাকার মানুষের সাধারণ জনগণের আরাম সুখ-শান্তি হারাম হয়ে গেছে এদেরকে কেউ কিছু বলতেও দেখিনা মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীর যন্ত্রনাই এলাকার মানুষ আতঙ্কিত রয়েছে এইসব জায়গাগুলোতে আইনগত ব্যবস্থার অনেক ঘাটতি রয়েছে বলে মনে করেন এলাকাবাসীরা এবং প্রশাসন নীরব থাকার কারণে এলাকার সাধারণ জনগণ মাদকে জুড়িয়ে যাচ্ছে স্কুল ছাত্র সহ ও সাধারন জনগন
আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতেছি
অতি দ্রুত মাদক ব্যবসায়ীদের কে আইনের আওতায় আনা হোক আমাদের দেশ ও যুবসমাজকে রক্ষা করার জন্য অনুরোধ করা হইল