সোহেল রানা, আশুলিয়া, সাভার।
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (ডিইপিজেড) কয়েকটি বন্ধ তৈরি পোশাক কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে তাদের বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করেছে বলে জানা গেছে। তবে এতে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার (১৩ জুন) সকালে পুরাতন ডিইপিজেডের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ শুরু করে লিনি ফ্যাশন ও লিনি অ্যাপারেলস এর প্রায় ৪০০ শ্রমিক। পরে তাদের সঙ্গে যোগ দেন বন্ধ হয়ে যাওয়া এ ওয়ান বিডি লিমিটেড, শাইন ফ্যাশন ও এভান্ট গার্ড কারখানার শ্রমিকরা। শ্রমিক বিক্ষোভের কারণে প্রায় দেড়ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকায় দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পরে জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।