কক্সবাজার প্রতিনিধি ঃ
কক্সবাজার উখিয়া টেকনাফ ক্যাম্প গুলোতে প্রতি নিয়েতেই ক্যাম্প মাঝিরা মাদক নিয়ে আটক হচ্ছে প্রশাসনের হাতে কক্সবাজার উখিয়া অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ হামিদ হোসেন (৩২) নামের এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার (১০ জুন) উখিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন হাফিজা পোল্ট্রি ফিড সেন্টারের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক হামিদ বালুখালী ক্যাম্পের এইচ ব্লকের আবুল ফয়েজের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাবের একটি দল কক্সবাজার-টেকনাফ প্রধান সড়কে আভিযান চালায়। এ সময় সন্দেহজনক এক রোহিঙ্গাকে আটক করে। পরে তার হাতে থাকা একটি পলিথিন তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা করতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।