গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড, কুনিয়া তালগাছ শহীদ আহসান উল্লাহ মাস্টার সড়ক এলাকায়। জাতীয় বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানে স্বীকৃতিস্বরূপ। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা পদক মরণোত্তর স্বাধীনতা পুরষ্কার ২০২১ পাওয়া। আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল এবং মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স রোধে শহীদ আহসান উল্লাহ মাস্টার সড়ক ও মুনলাইট উচ্চ বিদ্যালয় সড়কে ডিজিটাল সার্ভিরেস সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার শহীদ আহসান উল্লাহ সড়ক এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব মো: শহীদ উল্লার সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও হাজী কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎ মিশ, সহকারী পুলিশ কমিশনার আহসানুল হক, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ মহি ও কাজী ইলিয়াস আহমেদ, গাছা থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম, হাজী কল্যাণ ফাউন্ডেশনের আলহাজ্ব আবু হানিফ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লা আল মামুন মন্ডল, ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, ৫১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আমজাদ হোসেন, ৫০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আবুবকর সিদ্দিক, আলহাজ্ব আকরাম হোসেন সরকার, আলহাজ্ব জালাল আহমেদ সরকার, প্রাইম ব্যাংকের ম্যানেজার মোতালেব হোসেন, হাজী আব্দুস ছোবহান, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, আলহাজ্ব মহসিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সনজিত মল্লিক বাবু।
গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম সফিক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, মহানগর কৃষকলীগের দপ্তর সম্পাদক লিটন মোল্লা, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা থানা যুবলীগ নেতা মো: ইসমাইল হোসেন, মিজানুর রহমান মিজান, সাদ্দাম হোসেন তন্বয়, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর প্রমুখ।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, কুনিয়া ৩৭নং ওয়ার্ডে আমরা দুটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছি। এছাড়া হাজী কল্যাণ ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে তাতে এলাকার মাদক, সন্ত্রাস, কিশোর সং, নারী প্রতি ডিজিটাল ভায়েলেন্স প্রতিরোধ করা সম্ভব। অপরাধাীদের খুব সহজেই চিহ্নিত করা সম্ভব হবে। কিন্তু এলাকাবাসী সচেতন থাকতে হবে।