সোহেল রানা, আশুলিয়া সাভার।
ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান চাপায় সুজাতা রানী বর্মন (৩৬) নামের এক নারী নিহত হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার শেষে সীমানা মরাগাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজাতা রানী বর্মন নওগাঁ জেলার নেয়ামতপুর থানার সদায় বর্মনের স্ত্রী। সে তুরাগ এলাকায় বসবাস করে বাসা বাড়িতে কাজ করতো। পুলিশ জানায়, সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের মরাগাং এলাকায় অজ্ঞাত একটি পিকআপ ভ্যান সুজাত রানীকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটানা স্থলেই মৃত্যু হয় তার। পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে থনায় নিয়ে আসার পর আমরা তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছি। পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।