মোবারক হুসাইন ::
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী খেয়াঘাটের উত্তর পাশে দিয়ে নতুন সিঁড়ি নির্মাণের কাজ করছেন বরমী বাজার বণিক সমিতি ও বরমী ইউনিয়ন পরিষদের উদ্যোগে।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ (এমপির দিকনির্দেশনায় অতি দ্রুত গতিতে সিঁড়ির কাজ বাস্তবায়ন হবে বলে জানান ।
খেয়াঘাটের সিঁড়ির নির্মাণ কাজ চলমান রয়েছে ,সিঁড়ির কাজ অতি দ্রুত সম্পন্ন শেষ হলে, এতে হাজারো মানুষ জন দুর্ভোগ থেকে রক্ষা পাবে এবং শীতলক্ষ্যা নদী পাড়াপাড় করতে জনসাধারণের চলাচল সুবিধা হবে।
খেয়াঘাটের সিঁড়িটি নির্মাণ কাজের উদ্যোগ নিয়েছেন বরমী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সরকার ও বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন,তাদের সমন্বয়ে সিঁড়ি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় আড়াই লক্ষাধিক টাকা। এরমাঝে ইউপি চেয়ারম্যান দিয়েছেন এক লক্ষ টাকা বাকী সব ব্যয়বহুল খরচ করবেন বরমী বাজার বণিক সমিতি।
খেয়াঘাটের সিঁড়ির অগ্রগতি কাজ দেখতে পরিদর্শন করেন বরমী বাজার বণিক সমিতির সভাপতি আবুল হাসেম মিলিটারী এবং বণিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা এবং বরমী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম সরকার।এসময়ে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।