সোহেল রানা, আশুলিয়া, সাভার।
নিহত ওই গৃহবধুর নাম হুমায়রা রহমান (২৫)। এ ঘটনায় নিহতের স্বামী পড়ে গিয়ে আহত হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। তিনি ধর্মান্তরিত হয়ে সাভারের ফুলবাড়িয়া এলাকার মিজানুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বৃহস্পতিবার( ১৭ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের থানা বাসস্ট্যান্ডের কাছে আরিচাগামী লেনে এই দুর্ঘটনায় ঘটে। জানা গেছে, ফুলবাড়িয়া পানপাড়া এলাকার মিজানুর রহমান (৩২) ও তাঁর স্ত্রী হুমায়রা রহমান বৃহষ্পতিবার দুপুরের দিকে মোটর সাইকেল যোগে সাভার বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে আসা আরিচা গামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে হুমায়রা সড়কে পড়ে গেলে কাভার্ড ভ্যানের চাকা তার উপরে উঠে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় হুমায়রার। আহত অবস্থায় মিজানুর রহমানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়