বাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইং১৭/০৬/২০২১ তারিখ বাসন থানাধীন ভোগড়াস্হ জনৈক মোঃ আব্দুল মজিদ এর বাড়ি হতে ২৩.৩০ ঘটিকার সময় জুয়াখেলা রত অবস্থায় ১৫ জন জুয়াড়ি ১।সাহাবুল (৪২) ২।মোঃ লালচান (২৮) ৩।মোহাম্মদ হামিদুর রহমান (৩২) ৪।আমির হোসেন (৪২) ৫।আল আমিন (২৮) ৬। রিপন (২৬) ৭। আজিজুল হক (৩৪) ৮।নুর আলম (২৮) ৯।মোহাম্মদ রাফি (২০) ১০।সোলেমান মিয়া (২৯) ১১।হারুন-অর-রশিদ (৫২) ১২।শাহিন মিয়া (২২) ১৩। সজল সাহা (২৬) ১৪।তাজুল ইসলাম (২২) ১৫।হাশেম খান (৩০) দের জুয়া খেলার তাস ও নগদ ৯০৮০ টাকা সহ গ্রেফতার করে থানায় এনে আইনগত কার্যক্রম শেষে জিএমপি অধ্যাদেশ ৯৩ ধারামতে কোর্টে প্রেরন করা হয়।