google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
জলাবদ্ধতার কারনে,রাস্তা ভেবে ড্রেনে পড়ে গেল যাত্রীসহ পুরো সিএনজি
-
আপডেট টাইম :
রবিবার, ২০ জুন, ২০২১, ৮.২৬ অপরাহ্ণ
-
১৭৮
জন দেখেছে
আলীহোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
নগরীর বিভিন্ন যায়গায় যেন অথৈ সাগর। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানিতে ডুবেছে নগরের নীচু এলাকাগুলো।
পানির পরিমাণ ও স্রোত এতটাই ভয়ানক যে বোঝাদায় কোথায় সড়ক আর কোথায় ড্রেন।সেই সাথে ঢাকনাবিহীন ড্রেনও আছে নগরজুড়ে।শনিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় সড়ক ভেবে ড্রেনে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক সিএনজি অটোরিক্সা চালক। তারপর মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ওই সিএনজিতে থাকা ৩ নারী। তবে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বেঁচে যান তারা।স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী পুলিশের টিমের সাথে কথা বলে জানা গেছে, এ দুর্ঘটনার পর নারী শিল্পি বড়ুয়াকে (৫০) নিয়ে যাওয়া হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। ওই সিএনজিতে চড়ে শিল্পি বড়ুয়া এবং তার পরিবারের দুই সদস্য যাচ্ছিলেন একটি স্থানীয় মন্দিরে।কিন্তু সকাল ১০টার দিকে জলবদ্ধতার কারণে সড়ক ভেবে পানিতে নেমে যায় সিএনজি। পরে তাদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। ক্রেন দিয়ে পানি থেকে সিএনজিটিও উদ্ধার করা হয়।এসময় পুলিশের টহল টিমে কাজ করেছিলেন চান্দগাঁও থানার এ এস আই আপায়্যন বড়ুয়া। তিনি বলেন, ‘ওই সময় আমি টহলে ছিলাম। ৩ নারী নিয়ে সিএনজিটি ড্রেনে পড়ে যায়। দু’জন নারী উঠে যেতে পারলেও ১ জন আহত হয়েছেন। উনাকে আমরা উদ্ধার করে চমেকে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
Comments
comments
Please Share This Post in Your Social Media
এ ক্যাটাগরীর আরো সংবাদ