শহিদুল্লাহ সরকার,, সাভার থেকে
সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়ন শ্যামপুর ফুলমার্কেট এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে ওসমান (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন,
সাভার মডেল থানার উপপরিদর্শক
বিরুলিয়া পুলিশ ফাঁরি ইনচার্জ অপুর্ব দত্ত । এ সময় তার কাছ থেকে ১০১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
শনিবার( ১৯ জুন) রাত ২-৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার উপপরিদর্শক বিরুলিয়া পুলিশ ফাঁরি ইনচার্জ অপুর্ব দত্ত জানতে পারে বিরুলিয়া বাগ্নীবাড়ী আশেক আলী মার্কেটের সামনে মাদক বেচা-কিনি হচ্ছে। ফাঁরি ইনচার্জ এস আই অপুর্ব দত্ত তিনি তার ফৌজ নিয়ে অভিযান চালিয়ে ওসমান কে গ্রেফতার করেন। পুলিশ এর টের পেয়ে কবির হোসেন(৩৬)পিতাঃ কাদির পালোয়ান,সাং বাগ্নীবাড়ী, নামে আরেক মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যান।
এস আই অপুর্ব দত্ত জানায়, তাদের বিরুদ্ধে মাদক ব্যবস্যার একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামী এলাকায় চিহ্নিত মাদকের ডিলার।
বিরুলিয়া ফাঁরি ইনচার্জ এস আই অপুর্ব দত্ত বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ
আইনে মামলা দায়েরের পস্তুতি চলছে।
Comments
comments