google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
আলেকচান তালুকদার, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের বাসন থানায় ফটো সাংবাদিক মোঃ রাজু আহাম্মেদ কে ঢুকতে দিলেন না ডিউটিরত পুলিশ কনস্টেবল।
শুক্রবার রাত সারে আটটার সময় বাসন থানায় অফিসার্স ইনচার্জ মালেক খসরু এর সাথে দেখা করার জন্য তিনজন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদি বাসন থানায় গেলে দৈনিক সরেজমিন বার্তার ফটো সাংবাদিক রাজু আহমেদ থানার ভিতরে প্রবেশ করতে চাইলে ডিউটিরত পুলিশ কনস্টেবল তাকে ভিতরে ঢুকতে দেয়নি।
ফটো সাংবাদিক রাজু আহমেদ দুঃখ প্রকাশ করে বলেন, আমার থানায় যাওয়া আসা কম থাকলেও সবার কাছে পরিচিত মুখ আমি । আজ শুক্রবার বিশেষ প্রয়োজনে বাসন থানার অফিসার ইনচার্জ মালেক খসরু সাহেবের কাছে দেখা করার জন্য গেটের ভিতরে ঢুকতে গেলে কনষ্টেবল মিজান তাকে গেট থেকে বাহির করে দেন, বহু লোকের সামনে। ফটো সাংবাদিক রাজু আহমেদ পরিচয় দিলেও ভিতরে অনেক লোক আছে বলে ভিতরে ঢুকতেই দেননি গেটের ডিউটিরত পুলিশ কনস্টেবল মিজান।
ফটো সাংবাদিক রাজু আহমেদ আরো বলেন, ভাই অনেক লোকজন ভিতরে ঢুকছে আর বাহির হচ্ছে আমাকে একটু ভিতরে ঢুকতে দেন তারপরেও রাজু আহমেদ কে একবার নয় দুইবার বাহির করে দেন ঐ পুলিশ কনস্টেবল মোঃ মিজান , এবং অনেক লোকজনের সামনে ওই কনেস্টেবল বিভিন্ন অপমান কনক কথা বলেন । অনেক লোকজন পরিচিত গেটের সামনে দাঁড়ানো তাকে চিনেন। তাকে বাহির করে দেওয়ায় রাজু আহমেদ লজ্জায় পড়ে যান। তিনি বলেন থানা সকলের জন্য উন্মুক্ত, তাই সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেন রাজু আহমেদ।
রাজু আরো জানান , বাসন থানায় যিনি সধ্য ওসি হয়ে এসেছেন , তিনি বহুদিন যাবৎ গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় ওসি তদন্ত হিসেবে ছিলেন , তিনি একজন সাংবাদিক বান্দব লোক তিনি নতুন ওসি হয়ে বাষন থানায় এসেছেন , আশাকরি এ বিষয়ে তিনি ব্যবস্থা নিবেন ।
রাজু গাজীপুরে ৯ বছর যাবৎ ফটো সাংবাদিক হিসেবে সুনামের সহিত গাজীপুর জেলায় কাজ করে আসছেন। সকল নেতাকর্মীর সাথে ভালো সম্পর্ক ও চেনাজানা। বিভিন্ন প্রোগ্রামের নিউজ সুনামের সহিত ও নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছেন তিনি।
Comments
comments