নিজস্ব প্রতিবেদকঃ পটুয়াখালী জেলার রাংঙ্গাবালি উপজেলায় প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে স্কুলের ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ এর অভিযোগ তুলেছে ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা।
রাংঙ্গাবালি উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের সামচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে স্কুলে অধ্যয়নরত একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন আক্তার স্কুলের ছাত্র-ছাত্রীদের সিম কার্ডে উপবৃত্তির টাকা আসলে নানা প্রলোভন ও উপবৃত্তির নাম কেটে দেবার ভয় দেখিয়ে সিম কার্ড সংগ্রহ করে এবং স্বামী শহিদের সহযোগিতায় স্হানীয় তকতাবুনিয়া বাজারের নগদ/বিকাশ এজেন্ট সজীবের দোকান থেকে টাকা উত্তোলন করেন।
স্হানীয়সূত্রে জানা যায়, পারভীন আক্তার সহকারি শিক্ষিকা থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাবার পরই বেপরোয়া হয়ে উঠেন,স্কুলের শিক্ষার্থীদের থেকে প্রতি তিন মাস পরপর ১৫-২০ হাজার করে উপবৃত্তির টাকা আত্মসাৎ ,উপবৃত্তি করিয়ে দেবার ক্ষেত্রে স্বজনপ্রীতি, স্কুলে কোচিং বাণিজ্য সহ নানা রকম অনিয়ম ও দূর্ণীতি করে আসছেন তিনি।
এ বিষয়ে সামচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পারভীন আক্তার অভিযোগ অস্বীকার করেন।
অপরদিকে একাধিক অভিভাবক, স্হানীয় নগদ এজেন্ট ব্যবসায়ী,ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়,অভিযুক্ত পারভীন আক্তার এ ধরনের ঘটনার সাথে শতভাগ জড়িত,পারভীন আক্তারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্হা নিলে সব সত্যতা বেরিয়ে আসবে।
Comments
comments