অফিস ডেক্স ঃ
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, জুয়ার সিন্ডিকেটসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকায় জুয়ার আসর বেড়ে যাওয়ায় জুয়ার আসর বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
এরই ধারাবাহিকতায় ০৫ জুলাই ২০২১ তারিখে রাত ০৯:৪০ ঘটিকায় এবং রাত ১১:৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, ব্যাটালিয়ন সদর, এর পৃথক ০২টি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামাদিসহ সর্বমোট ৬৪,৫৪০/-টাকা উদ্ধারসহ ১০জন জুয়াড়ি’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মাসুম বিল্লাহ (৩৬), জেলা- নোয়াখালী। মোঃ ফারুক হোসেন (৩৮), জেলা-মুন্সিগঞ্জ।
মোঃ আঃ রশিদ (৪৮), জেলা-চাঁদপুর। মোঃ হানিফ (৪০), জেলা- কুমিল্লা। মোঃ আলম হোসেন (৪৫), জেলা-নারায়নগঞ্জ। মোঃ জাহিদুল ইসলাম অপু (৩৫), জেলা-নারায়নগঞ্জ। মোঃ সুমন (৩৮), জেলা-নারায়নগঞ্জ। মোঃ রফেত আলী (৪৭), জেলা-নারায়ণগঞ্জ। মোঃ ফজর আলী (৫০), জেলা-নারায়নগঞ্জ। মোঃ মুন্না (২৮), জেলা-নারায়ণগঞ্জ।
গ্রেফতার কৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।