গোলাম কিবরিয়াপলাশ, ময়মনসিংহ।
সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় কোভিড-১৯ সংক্রমণ রোধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সেনাবাহিনীর সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান এসএম শফিউদ্দিন আহমেদ ওএসপি, এনডিইউ, পিএসসি। মঙ্গলবার ৬ জুলাই (২০২১) দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় সেনাপ্রধান কর্তব্যরত সেনা সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। তিনি ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ড এর ২য় পর্বে আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তুষ্টি প্রকাশ করেন। সেনা প্রধান বলেন, সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে। উল্লেখ্য কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা উদ্দেশ্যে ১লা জুলাই থেকে দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ প্রেক্ষিতে আর্মি ট্রেনিং এন্ড ডকটিন কমান্ডের সেনা সদস্যগণ ময়মনসিংহে নিয়মিত টহল পরিচালনা করে আসছে।
টহলের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব তহবিল থেকে করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রেখেছে। জানা গেছে, সেনা প্রধানের পরিদর্শন কালে সফর সঙ্গী হিসেবে ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং কমান্ড লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান ওএসপি, এসইউপি, এএফডব্লিউসি,পিএসসি। ঘাটাইল এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক এএফডব্লিউসি, পিএসসি।
ময়মনসিংহ স্টেশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান এএফডব্লিউসি,পিএসসি। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার,বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার, ডেপুটি জেনারেল অব পুলিশ, ময়মনসিংহের জেলা প্রশাসক,পুলিশ সুপার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ প্রমূখ সেনা প্রধানের সাথে মতবিনিময় করেন।
এদিকে সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ ময়মনসিংহে চলমান লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।