লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের ফলে সারাদেশে লকডাউনে কর্মহীন হয়ে পড়া জামালপুরের ইসলামপুরে মটর সাইকেল শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাতে উত্তর দরিয়াবাদ রাবেয়া খোরশেদ মার্কেট প্রাঙ্গনে করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ২৭জন শ্রমিকদের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাসের বাবুল।
উপজেলা প্রশাসন আয়োজনে দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের অর্থায়নে ২৭জনের মাঝে জনপ্রতি ১০কেজি চাল,১কেজি চিড়া, আধাকেজি ডাল.আধাকেজি তৈল,আধাকেজি লবন,বাতাসা,১টি বল সাবান,১টি গ্যাস ম্যাচ,ও ২টা মোম দেওয়া হয়েছে।
বিতরণকালে অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএম আবু তাহের,সহকারী প্রকৌশলী মামানুর রশিদ,সাবেক কাউন্সিলর বেলাল শাহ ফকির,উপস্থিত ছিলেন।