গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ ০৮ জুলাই ২০২১ খ্রিঃ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুজিব শতবর্ষের উপহার ময়মনসিংহ সদর উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্পের প্রথম পর্যায়ের ঘর পরিদর্শন ও ১০০ জন উপকারভোগীর কাছে সরকারি ত্রাণ সামগ্রী সহায়তা পৌঁছে দেয়া হয় বলে জানা যায়। জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর হাতে ১০০ জন অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন বলেন, আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন। সরকারি বিধিনিষেধ মেনে চলুন। মহান আল্লাহ তায়ালার নিকট করোনা থেকে বাঁচতে দোয়া করুন। দেশ ও দেশের মানুষজনের জন্য বেশী বেশী দোয়া করুন। উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, চলমান লকডাউন বাস্তবায়নে সরকারের বিধিনিষেধ মেনে চলুন। ঘরে থাকুন সুস্থ থাকুন, বেঁচে থাকলে অনেক ঘুরাঘুরি করতে পারবেন।
আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এর সততা ও কর্মনিষ্ঠায় ময়মনসিংহ সদর উপজেলায় নির্মিত মুজিব শতবর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শনে এবং করোনাকালীন নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ প্রশংসা করেন ।