আলীহোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রামঃ
শনিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে সাংবাদিক ও কবি অরুণ দাশগুপ্ত পটিয়ার ধলঘাট গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। চিরকুমার অরুণ দাশগুপ্ত জীবন সায়াহ্নে অসুস্থ অবস্থায় পটিয়ার ধলঘাট গ্রামের বাড়িতে দিন কাটাচ্ছিলেন।
১৯৩৬ সালের ১ জানুয়ারি পটিয়ার ধলঘাট গ্রামে তিনি জন্মগ্রহন করেন। অরুণ দাশগুপ্ত ১৯৭৩ সালে যোগ দেন দৈনিক আজাদীতে। ছিলেন সিনিয়র সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক।কবিতা, চিত্রকলা, ছোটগল্প, সঙ্গীত ছিল তাঁর বিচরণ ক্ষেত্র। পেয়েছেন অনেক পুরস্কার। অরুণ দাশগুপ্ত রচিত ও প্রকাশিত গ্রন্থাবলী ‘রবীন্দ্রনাথের ছয় ঋতুর গান ও অন্যান্য নবীনচন্দ্র সেন কবিতা চিন্তা ও অন্যান্য প্রবন্ধ’, কবিতার বই -খাণ্ডবদাহন’।