আলীহোসাইন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
রাঙামাটিতে পুলিশের এক কনস্টেবল নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে শহরের সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।‘আত্মহত্যাকারী’ কনস্টেবলের নাম কাইয়ুম সরকার (৩৪)। তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর মোদাছছের হোসেন বলেন, ‘সুখী নীলগঞ্জ এলাকায় নিউ পুলিশ লাইনের ব্যারাকের সামনের রাস্তায় বিকালে শিফটে ডিউটিরত অবস্থায় কনস্টেবল কাইয়ুম নিজ অস্ত্র নিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন।
প্রাথমিকভাবে জেনেছে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন। তার স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’