ব্যুরোচীফ নরসিংদী :
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ ১৬ জুলাই শুক্রবার বাদ জুম্মা জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটির সদস্য, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন এর ব্যবস্থাপনায় পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির উদ্যোগে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার মসজিদগুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল শেষে এলাকার মুসুল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়। ঘোড়াশাল বায়তুল মামুর জামে মসজিদ দোয়া মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবু সাঈদ স্বপন, ঘোড়াশাল পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম শফি,
ঘোড়াশাল মুসা বিন হাকিম ডিগ্রি কলেজের প্রিন্সিপাল আইয়ুব আলী, নরসিংদী জেলা জাতীয় পার্টির সাবেক সহ- সভাপতি এডভোকেট সিরাজ উদ্দিন মোল্লা, পলাশ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম- আহবায়ক সরাফত আলী শরত, ঘোড়াশাল পৌরসভা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আল আমিন সরকারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও পলাশ কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন মৃধা, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ রাজু মিয়া, দক্ষিণ পলাশ জামে মসজিদে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সভাপতি শেখ মোঃ নিজাম উদ্দিন, ফুলদীরটেক জামে মসজিদে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এম. এন ইউসুফ আল আজাদ শামীম,
প্রাণ ফ্যাক্টরির জামে মসজিদে ঘোড়াশাল পৌরসভা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ ফারুক মিয়া, চামরাব জামে মসজিদে ঘোড়াশাল পৌরসভা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ঘোড়াশাল উত্তর চড়পাড়া জামে মসজিদে পৌর যুব সংহতির সহ-সভাপতি আল আমিন, টেঙ্গরপাড়া জামে মসজিদ সহ মোট পলাশ উপজেলার ১৭ টি মসজিদে শত শত মুসুল্লিগন দোয়া মাহফিলে অংশগ্রহণ করে পবিত্র জুম্মার দিনে পল্লীবন্ধু এরশাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।