ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি. মাহমুদুর রহমান(তুরান) :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসদরের গজারিয়া গ্রামে ইতালী প্রবাসী চা ল্যকর মাসুদ রানা হত্যা মামলার আসামীদের অবিলম্বে গ্রেফতার এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া নামক স্থানে ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে মাসুদের স্বজনরা ছাড়াও এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহন করেন। এ সময় তারা অবিলম্বে মাসুদ রানার হত্যায় জড়িত বাচ্চু মাতুব্বর সহ অন্যান্য আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধন চলাকালে বেশ কিছুক্ষণ সড়কে সকল প্রকার যানবাহন বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত মাসুদ রানার মা হালিমা বেগম, ভাই আসাদুজ্জামান, আওয়ামীলীগ নেতা আঃ রাজ্জাক ফকির,রুবেল শেখসহ অন্যান্যরা।