নরসিংদীর প্রবীণ সাংবাদিক সামসুল আলম ডিপ্টি গেল ২৮ জুলাই বুধবার রাত আনুমানিক ১১. ১০ মিনিটে উন্নত চিকিৎসার জন্য এম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে ইন্তেকাল করেন তিনি ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে নরসিংদী প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ )নরসিংদী , নরসিংদী জেলা রিপোর্টাস ক্লাব, নিউজ নরসিংদী টিভি, সাপ্তাহিক নরসিংদীর সংবাদ, সাপ্তাহিক প্রেক্ষাপট, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার পরিবারসহ সকল সাংবাদিক সমাজ আজ শোকাহত।
তিনি গত ২ সপ্তাহ যাবত ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হন তার শারিরীক অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে রেফার্ড করেন। পরে বুধবার রাত ১১ ১০ ঘটিকায় নরসিংদী সদর হাসপাতাল থেকে এম্বুলেন্স যুগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে টঙ্গী নামক স্থানে পৌঁছলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
তিনি তার জীবনদশায় দৈনিক বর্তমান দিন পত্রিকার (জেলা প্রতিনিধি) দীর্ঘ দিন নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার (বার্তা সম্পাদক) এর দায়িত্ব পালন করে আসছেন। তিনি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর গভীর শোক প্রকাশ করেছেন, এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
শামসুল আলম ডিপ্টি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার তাহার নিজ গ্রাম করিমগঞ্জে অনুষ্ঠিত হবে।