চট্টগ্রামের হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশের ব্যবস্থাপনায় প্রতি বছরে ন্যায় এবছরও আহলেবাইতে রাসূল (সা:) স্মরণে স্বাস্থ্যবিধি মেনে ৩দিনব্যাপি আজিমুশশান শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হবে।
ছদারত ও দোয়া মোনাজাত করবেন ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের সম্মানিত সাজ্জাদানশীন ও আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ এর সভাপতি পীরে তরিক্বত শাহসূফি আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফছিহ মোঃ আলাউদ্দিন আল কাদেরী (মাঃজিঃআঃ)।
এতে দেশের প্রখ্যাত আলেমেদ্বীন, পীর মাশায়েখ, বুদ্ধিজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সময়ঃ আগামী ৮, ৯, ১০ মহররম, ১৪৪৩ হিঃ ১৮, ১৯, ২০ আগষ্ট ২০২১ অনুষ্ঠিত হবে।