মুহাম্মদ আনিচুর রহমান :: মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব মোকাবিলায় চট্রগ্রাম বাঁশখালীতে জালিয়াঘাটার প্যত্যকটি মসজিদে অরাজনৈতিক ও সামাজিক সংঘঠন চিরঞ্জীব জলকদরের উদ্দ্যোগে মসজিদে আগত সকল মুসল্লিদের মাঝে মাক্স বিতরন করে যাচ্ছেন একদল সেচ্ছাসেবী যুবক।
সংগঠনটির প্রধান উদ্দোক্তা মুহাম্মদ নাজিমুল ইসলাম,আনিছুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ জসিম উদ্দীন হানিফ,ছৈয়দুল ইসলাম,দিদারুল আলম ও মোহাম্মদ ওসমান গনি জানান, করোনা ভাইরাস মোকাবিলায় পুরো জালিয়াঘাটা জুড়ে ১১টি মসজিদ ও ২টি বাজারে মাক্স না পড়া প্যত্যকটি ব্যাক্তিকে মাক্স পড়িয়ে দেওয়া হচ্ছে তারই পাশাপাশি সামাজিক কাজ হিসেবে এলাকায় করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দি মানুষের মাঝে গোপনে খাদ্য ও আর্থিক সহয়তা চলমান থাকবে।
করোনার কঠিন সময়ে করোনা রোগীদের অক্সিজেন সেবা ও করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যাক্তিদের কাপন ও দাপনের জন্য একটি টিম গঠন করা হচ্ছে।শুধু করোনা মহামারীতে নয় প্রাকৃতিক বিভিন্ন দূর্যোগেও চিরঞ্জীব জলকদরের মানবিক কাজ চলমান থাকবে।
উপস্হিত ছিলেন,মুহাম্মদ রিদুয়ানুল হক,রাখায়েত চৌধুরী বাবু, আনিচুর রহমান হানিফ,আজিজুর রহমান,আব্দুল মন্নান,আজিজুল হক প্রমুখ।
চিরঞ্জীব জলকদরের সদস্যরা বলেন, ইহা একটি অরাজনৈতিক ও সামাজিক সংঘঠন,আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য সমাজের অসহায় ও গরীবদের সহয়তা,গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহয়তা, বিভিন্ন দূর্যোগে এলাকার মানুষের পাশে থেকে আর্থিক সার্বিক ও মানসিক সহয়তা করা। তারই অংশ হিসেবে করোনা মহামারীতে করোনা মোকাবিলায় এলাকার বিভিন্ন মসজিদে, জনসমাগম এলাকা, হাট-বাজারে মাক্স বিতরন ও সচেতনতামূলক নির্দেশ দেওয়া হয়েছে এবং ভবিষ্যৎতে উক্ত মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি সাপ্তাহে শুক্রবার মাক্স বিতরণ চলমান থাকবে।