গাজীপুর থেকে আব্দুল হামিদ খান ঃ
“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋন”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের নভেল করোনায় ক্ষতিগ্রস্থ পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋন বিতরণের আয়োজন করে টঙ্গী, বিআরডিবি্, গাজীপুর।
উক্ত ঋন বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডে ১১ জন সদস্য মধ্যে ২২.৫০.০০০/ টাকা ঋন বিতরণ করা হয়েছে।
উক্ত ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ.এস.এম সোলায়মান, উপপরিচালক বিআরডিবি, গাজীপুর মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজীজুর রহমান সভাপতি, টঙ্গী থানা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ ও ব্যবস্থাপনা কমিটির সম্মানিত সদস্য জনাব মোঃ আব্দুস সামাদ সহ অত্র অফিসে কর্মরত শিমুল সরকার, জুনিয়র অফিসার (অতিঃ দাঃ এআরডিও), সঞ্চালনয় ছিলেন মোঃ মাসুদ রানা, অফিস সহঃ কাম কম্পিউটার অপারেটর ও জনাব নিলুফা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার সভাপতিত্বে ঋন বিতরণী অনুষ্ঠান সফল ভাবে পরিচালনা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগের আওতায় পল্লী এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক আয়বর্দনমূলক কর্মকান্ড সচল রাখতে প্রণোদনা ঋন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সাধারন সমবায়ীগন।