করোনাকালীন সময় বাংলাদেশ থেকে যে সকল শিল্পীরা শিল্পকলা একাডেমী ইউএসএ’র অনলাইন প্রোগ্রামে অংশগ্রহন করেছিলেন তাদের সংগে একাডেমীর ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট মনিকা রায় চৌধুরীর মতবিনিময় ও নৈশ্ ভোজ ১৮ আগষ্ট সন্ধ্যায় ঢাকার কিয়াংসী চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এই মহামারী উপেক্ষা করে যে সকল শিল্পিরা এই সন্ধ্যায় অংশগ্রহন করেছেন তাদের সকলকে আমেরিকা প্রবাসী মনিকা রায় চৌধুরী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। এই সকল গুনী শিল্পীদের নিয়ে আগামী মাসে সুস্থ সংস্কৃতি বিকাশে আন্দোলন শ্লোগানে একটি অনুষ্ঠান করার উদ্যোগ নেয়া হয়েছে, খুব তাড়াতাড়ি আগামী অনুষ্ঠানের বিস্তারিত জানানো হবে।
অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিগন উক্ত কুশল বিনিময় ও নৈশ্ ভোজে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সালাউদ্দিন আহমেদ, রেজওয়ানুল হক রেজওয়ান, নাসরিন নাহার বনি, শাহাদাৎ হোসেন আশরাফ, শওকত আরা আঁখি, সালাম আবু, নুরুন নাহার আউয়াল, মাহফুজুল চৌধুরী কাজল, রুবেল দাশ, রুমেল দাস, এম এ চৌধুরী, মুনকির খান, শিমুল, শোভন প্রমুখ।