আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠনের সকল নেত্রীবৃন্দ।
শনিবার (২১ আগষ্ট) সকাল এগারোটায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয় ভার্চুয়াল বক্তব্যে বলেন, ১৫ আগষ্টের নির্মম হত্যাকাণ্ডের পূনরাবৃত্তি ২১ শে আগষ্টের গ্ৰেনেড হামলা। খুনিচক্র জননেত্রী শেখ হাসিনা ও জাতীয় নেতাদের নিঃশেষ করার লক্ষ্যে গ্ৰেনেড হামলা করেছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে বঙ্গবন্ধু কন্যা জীবিত এবং বর্তমানে সফল প্রধানমন্ত্রী। আজ তাঁর হাতেই উন্নয়নের মধ্যম আয়ের দেশ। আসুন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে, দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, কাজিপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, কাজিপুর পৌর সভার মেয়র আব্দুল হান্নান তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ,কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সকল ইউনিয়ন থেকে আসা সংগঠনের নেত্রীবৃন্দ।