চট্টগ্রামের হাটহাজারীতে এহসান আব্দুল্লাহ আল মামুন (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে মডেল থানার পুলিশ।
শনিবার (২১শে আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকার মোমিন শাহ্ বাড়ীর পার্শ্ববর্তী মরা ছাড়ার ব্রীজের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় পথচারীরা ভোর ৫টার দিকে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধারকাজ সম্পন্ন করে। লাশের মাথায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ফেলে রেখে যায়। আব্দুল্লাহ আল মামুন পেশায় একজন নারিকেল ব্যবসায়ী, সে ওই এলাকার মৃত মহিউদ্দিন মিস্ত্রির পুত্র বলে জানাগেছে।