গাছা থানা প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের অর্থাৎ হাজি মোহর খান ওয়াকফ এস্টেট এর আওতাধীন বোর্ড বাজার বড় মসজিদের মোতাওয়াল্লী সাবেক গাছা ইউপির মেম্বার আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ খান মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বোর্ড বাজার ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন। পারিবারিক সূত্রে জানা যায়,গিয়াস উদ্দিন মেম্বার কিডনি রোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। বেশ কিছুদিন যাবৎ তার কিডনি ডায়ালাইসিস চলছিল। তার শারীরিক অবস্থার অবনতি হলে, তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৩ আগস্ট সোমবার ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বর্ণাঢ্য কর্মময় জীবন ছিল আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদ খান মেম্বারের। জীবদ্দশায় তিনি মোহর খান ওয়াকফ এস্টেট এর দায়িত্ব পালন করেন এবং অত্যন্ত নিষ্ঠা ও সফলতার সাথে বোর্ড বাজারের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মৃত্যুর আগ পর্যন্ত মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন। তিনি বিপুল ভোটে সাবেক গাছা ইউপির মেম্বার নির্বাচিত হয়ে সততা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালন করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
এছাড়াও তিনি ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সর্বদা নিয়োজিত ছিলেন। গাজীপুর মহানগরের গাছাবাসী মনে করেন তারা একজন ত্যাগী সমাজকর্মীকে হারিয়েছেন। তার শূন্যস্থান পূরণ হবার নয়। সোমবার সকালে তার মরদেহ বোর্ডবাজারস্থ পশ্চিম কলমেশ্বর তার বাসভবনে নিয়ে আসা হলে, সেখানে শোকের ছায়া নেমে আসে। এধরনের একজন সমাজকর্মী কে হারিয়ে সকলেই শোকে বিহ্বল। ২৩ আগস্ট সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটে তার জানাজায় হাজার হাজার লোকের উপস্থিতি বলে দেয় তিনি কতটা সমাজসেবী ও জনপ্রিয় ছিলেন।
অন্যান্যের মাঝে জানাজায় উপস্থিত ছিলেন গাজীপুরের সিটি মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলম, গাজীপুরের সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল, যুবলীগ নেতা মশিউর রহমান মশি, কাউন্সিলর প্রার্থীর মীর ওসমান গনি কাজল, মহানগর আওয়ামী লীগ নেতা এস এম শামীম, ইসমাইল হোসেন খান সুমন, মৎস্যজীবী লীগের আহবায়ক আব্দুল আজিজ খান, কৃষকলীগ নেতা লিটন মোল্লা, ৩৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ আহবায়ক হাজী আহমদ আলী, ৩৫নং ওয়ার্ডের আওয়ামী লীগ মজিদ মেম্বার, রাশেদুজ্জামান জুয়েল মন্ডল, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বাবুল মণ্ডল, যুবদল নেতা মোঃ ফারুক খান, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহরাব খান। জানাযায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাজসেবক ও বিশিষ্ঠজনেরা।
জানাজা নামাজে ইমামতি করেন দেশ বরেণ্য আলেম ও সাম্প্রতিককালে আলোড়ন সৃষ্টিকারী বক্তা বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব আব্দুর রহিম আল মাদানী। পরে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।