গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলমের নির্দেশে সিটির প্রতিটি ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।
আজ ২রা সেপ্টেম্বর ৩৪ নং ওয়ার্ডে শত শত ছাত্র / ছাত্রীদের উপস্থিতিতে আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে মেধাবী ছাত্র মোঃ নাইম হোসেন জয় কে আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।
আগামী ৩ মাসের মধ্যে পূনাঙ্গ কমিটি করে দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নেতৃবৃন্দ নির্দেশ দিয়েছেন। ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল আলম রানা মোল্লা, মোঃ আফজাল হোসেন খান,মোঃ রুহুল আমিন, মোঃ হামিদ খান।
জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের আহবায়ক হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে নাইম বলেন, জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম ভাইয়ের প্রতি, তার সাথে সাথে কাউন্সিলর জাহাঙ্গীর আলম ভাই, রানা মোল্লা ভাই ও রুহুল ভাইয়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল।
আমি আমার দায়িত্ব পালন করার জন্য সকলের নিকট দোয়া চাই।