ইমন খানঃ ” জাহাঙ্গীর আলম একাডেমিক মাঠ থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় বের হবে। বাংলাদেশ কে নেতৃত্ব দিবে আমরা সেই প্রত্যাশায় আছি। মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম ৭ নং ওয়ার্ড বাসীর জন্য মাঠ উপহার দিয়েছেন,আমরা কৃতজ্ঞ তার কাছে। এই মাঠের চারপাশে স্কুল, কলেজ নির্মাণ হবে, মাঠে খেলাধুলা হবে,মানুষ মৃত্যু বরণ করলে জানাজা হবে। জাহাঙ্গীর আলম একাডেমির উদ্যোগে ফুটবল প্রীতিম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আয়োজক মোঃ কাউসার আহমেদ।
৪ঠা সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় জরুন ঐ মাঠে পল্লী চিকিৎসক ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয়েছে কেজি স্কুল ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে কোন ফল না আসায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। পাঁচ শটের এই ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে পল্লী চিকিৎসক ফুটবল একাদশকে। কাউসার আহমেদ বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনে একযোগে ৫৭ টি ওয়ার্ডে কাজ চলছে,প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করে দিচ্ছেন মানবিক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলম। তার অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের মধ্যে গাজীপুর সিটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। জাহাঙ্গীর আলম একাডেমিতে ভর্তি হওয়ার জন্য তিনি সকলকে আহবান জানিয়েছেন। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ইসমাইল পাঠান, কোনাবাড়ি থানা যুব মহিলা লীগের নেত্রী কামরুন্নাহার মুন্নী, যুবলীগ নেতা বিশাল,ছাত্রলীগ নেতা রাহুল। খেলার ধারাভাষ্য ছিলেন মোঃ মনির হোসেন ও সাংবাদিক মোখলেছুর রহমান। এছাড়াও বিভিন্ন স্কুল এবং পল্লী চিকিৎসকের সমর্থকেরা এসময় উপস্থিত ছিলেন। পরে অতিথিরা চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলেদেন।