রেজওয়ানুল ইসলাম বাপ্পি ::
ভারত উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী বীর ছিলেন বাঘা যতীন। ঝিনাইদহের কৃতি সন্তান অবিভক্ত ভারতের সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী নেতা বাঘা যতীনের ১০৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রিশখালী গ্রামে এই বীরের পৈতৃক ভিটা প্রাঙ্গণে অবস্থিত তার ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জাহাঙ্গীর হুসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিসা সুলতানা।
এছাড়া বিপ্লবী বাঘা যতীন একাডেমীর সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চোয়ারম্যান মোহাম্মদ আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপ্লবী বাঘা যতীনের পুরো নাম ছিলো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি কুষ্টিয়া জেলার কয়া গ্রামে ১৮৭৯ সালের ১০ সেপ্টেম্বর তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।ভারতে ব্রিটিশ-বিরোধী সশস্ত্র আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
বাঘা যতীন ছিলেন বাংলার প্রধান বিপ্লবী সংগঠন যুগান্তর দলের প্রধান নেতা। প্রথম বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্বে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগত ভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রতিশ্রুতি অর্জন করেছিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান প্লট তারই মস্তিস্কপ্রসূত।
সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাসোর হাসপাতালে ১৯১৫ সালের ১০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বীর এই যোদ্ধা। বাঘা যতীন এন্ট্রান্স পরীক্ষা পাস করার পর তিনি সাঁটলিপি ও টাইপ শেখেন এবং পরবর্তী সময়ে বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যানোগ্রাফার হিসেবে নিযুক্ত হন।
যতীন ছিলেন শক্ত-সমর্থ ও নির্ভীক চিত্তধারী এক যুবক। অচিরেই তিনি একজন আন্তরিক, সৎ, অনুগত এবং পরিশ্রমী কর্মচারী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেন। একই সঙ্গে তার মধ্যে দৃঢ় আত্মমর্যাদা ও জাতীয়তাবোধ জন্মেছিল।
বাঘা যতীন সব সময় স্বাধীনচেতা শক্তিমান মানুষ ছিলেন। তিনি অবিভক্ত ভারত উপমহাদেশ থেকে বৃটিশদের তাড়তে চেয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন স্বাধীন ভারতবর্ষের।
বিপ্লবী বীর বাঘা যতীনের দেশের জন্য এমন আত্মত্যাগ দেখে বহু যুবক সেদিন অনুপ্রানিত হয়েছিল। সেদিন জীবনের মায়া ত্যাগ করে গড়ে তুলেছিল বৃটিশ বিরোধী আন্দোলন।
তারই ধারাবাহিক ত্যাগের বিনিময়ে আমরা বৃটিশ দের কাছ থেকে মুক্ত হতে পেরেছিলাম। সেজন্যই জাতির এই সূর্য সন্তান শহীদ বিপ্লবী বীর বাঘা যতীনের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।