গাজীপুর প্রতিনিধিঃ
আসছে ২৮ শে সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন কর্মসুচির মধ্যে অন্যতম অসহায় মানুষ কে ঘর করে দেওয়া। সেই ধারাবাহিকতায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু নিজস্ব অর্থায়নে পুবাইলের ৪০ নং ওয়ার্ড মেঘডুবি পশ্চিম পাড়া এতিম আশরাফুল কে একটি পাকাঘর নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়।
এর আগে ৯ ই সেপ্টেম্বর দুপুর ১১ টায় নির্মাণাধীন পাকাঘরের পাশেই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রাজিবুল হাসান রাজিবের সভাপতিত্বে ও পুবাইল থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ বেলায়েত হোসেন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ও ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, গঠনমূলক বক্তব্য রাখেন সুমন আহমেদ শান্ত বাবু, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মাসুদুল হাসান বিল্লাল, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ সোলেমান মোল্লা, পুবাইল থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ সোহরাব হোসেন মাসুদ,মোঃ আওয়াল হোসেন।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন টংগী পশ্চিম থানা যুবলীগ নেতা শেখ মুক্তার হোসেন, যুবলীগ নেতা মশিউর রহমান, যুবলীগ নেতা বাছেদ খান,আলমগীর খান,কামরুজ্জামান কামরুল,মনির খান,শেখ মোঃ শামিম,মিয়া শামিম,আমান উল্লাহ,হৃদয় মোল্লা প্রমূখ। দোয়া ও মিলাদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ সহ গাজীপুরের মাননীয় মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর ৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকির জন্য দোয়া চাওয়া হয়। এরপর পাকাঘর নির্মাণ কাজের উদ্ধোধন শেষে মিষ্টি বিতরণ করা হয়।